বৃষ্টি হবে বলছে আবহাওয়া বিভাগ


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২১, ২০১৯, ০৩:১৮ পিএম
বৃষ্টি হবে বলছে আবহাওয়া বিভাগ

বর্তমানে দেশের অধিকাংশ অঞ্চলেই বৃষ্টি নেই। আবহাওয়া অফিস বলছে, আগামী তিন দিনের মধ্যে আবহাওয়া পরিবর্তন হবে, যাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে।

বুধবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দূর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে যার ফলে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাত হতে পারে।

বৃষ্টিপাতের বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর