ডিএমপি কমিশনারের মেয়াদ বাড়লো একমাস


নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৩, ২০১৯, ০৭:৩৪ পিএম
ডিএমপি কমিশনারের মেয়াদ বাড়লো একমাস

চাকরির মেয়াদ একমাস বাড়িয়ে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াকে স্বপদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।

এতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মো. আছাদুজ্জামান মিয়াকে তার অবসর-উত্তর ছুটি বাতিলের শর্তে আগামী ১৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে একমাস (ত্রিশ দিন) মেয়াদে ডিএমপির পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

প্রসঙ্গত, বয়স হিসেবে মঙ্গলবার ছিল ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার চাকরি জীবনের শেষ দিন। তবে ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় আগস্ট মাস ঘিরে নানা শঙ্কা থাকায় এই মাসে তাকে বিদায় দেওয়ার চিন্তা-ভাবনা থেকে সরে আসে সরকার।

পুলিশের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে দেশে আসার পর ডিএমপি কমিশনার উনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে যান। এসময় তাকে চলতি মাসেও দায়িত্ব পালন করে যেতে বলেন প্রধানমন্ত্রী।

১৫ আগস্ট, ১৭ আগস্ট এবং ২১ আগস্টের মতো ঘটনার কথা বিবেচনায় দুর্বৃত্তরা যাতে এ মাসে কোনো ধরনের ঘটনা ঘটাতে না পারে, সেজন্য চলতি মাসেও আছাদুজ্জামান মিয়াকে ডিএমপি কমিশনার পদে দায়িত্বে বহাল রাখা হচ্ছে।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর