চিকিৎসা দিতে গিয়ে ডাক্তার নিজেই ডেঙ্গুতে আক্রান্ত


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১, ২০১৯, ১২:১১ পিএম
চিকিৎসা দিতে গিয়ে ডাক্তার নিজেই ডেঙ্গুতে আক্রান্ত

রাজধানীসহ সারা দেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু জ্বর। এ অবস্থায় শুধু ঢাকা নয় জেলা হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

এদিকে মেহেরপুরে গতকাল পর্যন্ত ৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগি সনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার বিকেলে মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাঃ হাবিবুর রহমান চিকিৎসা দেওয়া অবস্থায় জ্বর অনুভব করলে পরীক্ষার পর জানা যায় তিনিও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগি সনাক্ত করা হয়েছে জেলায়।

এ তথ্য নিশ্চিত করে ডাঃ হাবিবুর রহমান জানান, বুধবার বিকেলে তিনি রোগিদের চিকিৎসা দেওয়ার সময় জ্বর অনুভব করেন পরে পরীক্ষার পর ধরা পড়ে তিনিও ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।  তবে তিনি জানান, কিছুদিন আগে তিনি ঢাকা গিয়েছিলেন, ঢাকায় তার স্ত্রী থাকেন তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর