দুদকের বাছিরকে গ্রেফতার


নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২২, ২০১৯, ১১:৫২ পিএম
দুদকের বাছিরকে গ্রেফতার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাময়িক বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে গ্রেফতার করা হয়েছে। ঘুষ কেলেঙ্কারি মামলায় সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

দুদকের উপপরিচালক প্রণব কুমার সাহা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।এনামুল বাছিরকে রাতে রমনা থানায় রাখা হবে বলে প্রণব কুমার জানান।

শেখ মো. ফানাফিল্যার নেতৃত্বে রাত ১০টা ২০ মিনিটের দিকে রাজধানীর দারুসসালামের একটি বাসা থেকে বাছিরকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।

এর আগে বাছিরকে গ্রেফতারে দুদকের এনফোর্সমেন্ট টিম রাজধানীর শাজাহানপুর ও আজিমপুরে তিন দফা অভিযান চালিয়েছিল।

উল্লেখ্য, ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় বাছিরসহ পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে ১৬ জুলাই মামলা দায়ের করা হয়। ফরেনসিক পরীক্ষায় ঘুষ লেনদেন নিয়ে তাদের কথোপকথনের অডিও’র সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।


গোনিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর