‘সরল বিশ্বাসে বড় ভুলও অপরাধ নয়’


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৮, ২০১৯, ০৫:১৮ পিএম
‘সরল বিশ্বাসে বড় ভুলও অপরাধ নয়’

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরল বিশ্বাসে কোনো বড় ভুল করলেও তা অপরাধ হিসেবে গণ্য হবে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।

সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, সরকারি কর্মকর্তারা যদি সরল বিশ্বাসে কোনো ভুল করে ফেলে, এমনটি এটা যদি একটি বড় ভুলও হয়, তাহলেও এটা কোনো অপরাধ নয়। পেনাল কোডে এটাই বলা হয়েছে। তবে এখানে বিষয়টি দেখতে হবে, সরকারি কর্মকর্তারা যে ভুলটি করেছেন, সেটা সত্যিকার অর্থেই সরল বিশ্বাসে হয়েছে কি না, এখানে অন্য কোনো মোটিভ ছিল কি না। যদি সত্যিকার অর্থেই সরল বিশ্বাসে এটা হয়ে থাকে, তাহলে এটা কোনো অপরাধ নয়।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর