কুড়িগ্রামে বন্যায় সাড়ে তিন লাখ মানুষ পানিবন্দী


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৭, ২০১৯, ০৮:৩২ এএম
কুড়িগ্রামে বন্যায় সাড়ে তিন লাখ মানুষ পানিবন্দী

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটেছে। ব্রহ্মপুত্র-ধরলাসহ নদীর পানি বাড়া অব্যাহত থাকায় জেলার ৫৫টি ইউনিয়নে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। জেলার ৯টি উপজেলার ৩৯০টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় সাড়ে ৩ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

গতকাল সন্ধ্যা ৬টায় ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ১৩১ সেন্টিমিটার, ধরলা নদীর পানি সেতু পয়েন্টে বিপদসীমার ১১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

এদিকে ঘরে ঘরে বন্যার পানি ওঠায় পানিবন্দি মানুষ ভোগান্তিতে পড়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের সংকটে ভুগছেন তারা। চরাঞ্চলে গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। ঘরবাড়িতে পানি ওঠায় বন্যার্তরা স্কুল, বাঁধের রাস্তা, পাকা সড়কসহ উঁচু স্থানে গাদাগাদি করে মানবেতর জীবন-যাপন করছেন।

কুড়িগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান জানান, বন্যার্তদের সহায়তায় নতুন করে ৩ মেট্রিক টন চাল ও ২ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর