কিছুই বলছেন না সোহেল তাজের ভাগ্নে


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২০, ২০১৯, ১১:৫২ এএম
কিছুই বলছেন না সোহেল তাজের ভাগ্নে

ঢাকা: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের নিখোঁজ ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম ওরফে সৌরভের শারীরিক অবস্থা ভালো এবং তিনি সুস্থ আছেন। তবে ১১ দিন তাকে কোথায় আটকে রাখা হয়েছিল, নির্যাতন করা হয়েছে কিনা- এ ব্যাপারে সৌরভ কিছুই বলছেন না বলে জানান ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।

বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার শাহ আবিদ হোসেন এ কথা বলেন।

এর আগে ভোরে তারাকান্দা উপজেলার বটতলা নামকস্থানে জামিল অটো রাইস মিলের সামনে থেকে সৌরভকে উদ্ধার করেছে পুলিশ।

তাকে নির্যাতন করা হয়েছে কিনা, এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার জানান, এ ব্যাপারে সৌরভ কিছুই বলেননি, বলেছে পরে কথা বলবে। ১১ দিন কোথায় ছিল, কীভাবে ছিল- এমন প্রশ্নের জবাবে তিনি কিছুই বলতে পারেননি। তবে তাকে আটকে রাখা হয়েছিল এটুকুই বলেছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ইফতেখার আলম সৌরভ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের মামাতো বোনের ছেলে।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর