পোল্ট্রি ও মাছের বিষাক্ত খাবার তৈরি, ১০ জনের কারাদণ্ড


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১৯, ২০১৯, ০৮:৪২ এএম
পোল্ট্রি ও মাছের বিষাক্ত খাবার তৈরি, ১০ জনের কারাদণ্ড

ঢাকা: চামড়া শিল্পের (ট্যানারি) বর্জ্য দিয়ে পোল্ট্রি (হাঁস-মুরগি) ও মাছের বিষাক্ত খাবার তৈরির অপরাধে হাজারীবাগে ১০ জনকে কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাজধানীর হাজারীবাগে রাত ১০টা থেকে শুরু হয় এ অভিযান। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

অভিযান শেষে সারওয়ার আলম বলেন, হাজারীবাগ এলাকায় ট্যনারির র্বজ্য দিয়ে পোল্ট্রি ও ফিস ফিড তৈরি করায় ১০ জনকে ২ বছর করে কারাদণ্ড এবং ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট ২ হাজার ৮০০ টন বিষাক্ত পোল্ট্রি ও ফিস ফিড জব্দ ও ৬টি কারখানা সিলগালা করে দেয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ২ এপ্রিল ট্যানারির বর্জ্য দিয়ে মৎস্য ও পোল্ট্রি খাবার তৈরির সকল কারখানা বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এছাড়াও যারা ট্যানারির বর্জ্য ব্যবহার করে মৎস্য ও পোল্ট্রি খাবার তৈরি এবং বিপণন করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে এক মাসের মধ্যে একটি প্রতিবেদন দিতে বিবাদী পাঁচ মন্ত্রণালয়ের সচিব ও পুলিশ প্রধানকে নির্দেশ দেয়া হয়।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর