কারাবন্দীদের নাস্তা বদলে যাচ্ছে


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১৬, ২০১৯, ১১:৫৩ এএম
কারাবন্দীদের নাস্তা বদলে যাচ্ছে

ঢাকা: ইংরেজ শাসনামলে কারাগার প্রতিষ্ঠার পর থেকে একই মেন্যুতে সকালের নাস্তা করতো বাংলাদেশের কারাবন্দীরা। অবশেষে পরিবর্তন হলো তাদের এই মেন্যুর। এবার নাস্তায় যুক্ত হয়েছে মুখরোচক কিছু খাবার।

কারা সূত্র জানায়, নতুন মেন্যুতে একজন কয়েদি ও হাজতি সপ্তাহে দুই দিন পাবে ভুনা খিচুড়ি, চার দিন সবজি ও রুটি এবং বাকি এক দিন হালুয়া ও রুটি।

রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নতুন এ মেন্যু উদ্বোধন করবেন।

উল্লেখ্য, দেশে কারাগার প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সকালের নাস্তায় একটি মাত্র মেন্যু ছিল। নাস্তায় একজন কয়েদি পেত ১৪.৫৮ গ্রাম গুড় এবং ১১৬.৬ গ্রাম আটা (সমপরিমাণ রুটি)। একই পরিমাণ গুড়ের সঙ্গে একজন হাজতি পেত ৮৭.৬৮ গ্রাম আটা (সমপরিমাণ রুটি)।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর