ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে জেলেরা


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৯, ২০১৯, ১১:৪২ এএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে জেলেরা

চট্টগ্রাম: সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন চট্টগ্রামের ৩৮ জেলে পল্লীর বাসিন্দারা।

রোববার সকাল ১০টা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড উপজেলার বাংলাবাজার বাইপাস এলাকায় মহাসড়কে অবস্থান নিয়েছেন তারা। প্রচন্ড বৃষ্টির মধ্যে নারী শিশুসহ রাস্তায় অবস্থান নিয়েছেন প্রায় হাজারের ওপর জেলে।

এদিকে খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন।  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে দুপুর ১২টার দিকে জেলেরা অবরোধ প্রত্যাহার করে নেয় বলে পুলিশ জানিয়েছে।

এ প্রসঙ্গে উত্তর চট্টলা উপকূলীয় মৎসজীবী জলদাস সমবায় কল্যাণ ফেডারেশনের সভাপতি লিটন দাস গণমাধ্যমকে বলেন, জেলেরা যখন মহাজনদের কাছ থেকে চড়া সুদে দাদন নিয়ে ফিশিং বোট ও জাল মেরামত করে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ঠিক সে সময়ে ঘোষণা দেওয়া হয় ৬৫ দিন মাছ ধরা বন্ধ। এর আগে এত দীর্ঘ সময় মাছ ধরা বন্ধ ছিল না। সামনে ইলিশ ধরার মৌসুম। এ সময় ৬৫ দিন মাছ ধরা বন্ধ ঘোষণা করে লাখো জেলেকে বিপদে ফেলে দেয়া হয়েছে। তাই জেলেরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে।

গো নিউজ২৪/এমআর 

জাতীয় বিভাগের আরো খবর