পদ্মাসেতুতে বসলো ১৩ তম স্প্যান, দৃশ্যমান ২ কিলোমিটার


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মে ২৫, ২০১৯, ১০:৩৭ এএম
পদ্মাসেতুতে বসলো ১৩ তম স্প্যান, দৃশ্যমান ২ কিলোমিটার

পদ্মাসেতুতে বসানো হলো ১৩তম স্প্যান। ১৪ ও ১৫ নম্বর পিলারের উপর স্প্যানটি বসানোর ফলে সেতুর ১৯৫০ মিটার (প্রায় ২ কিলোমিটার) দৃশ্যমান হলো।

শনিবার সকাল ১০টার দিকে স্প্যানটি মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ১৪ ও ১৫ নম্বর পিলারের ওপর সফলভাবে বসানো হয়। তৃতীয় মডিউলের দুই নম্বর স্প্যান এটি। 

এর আগে শুক্রবার (২৪ মে) সকাল ১১টায় ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে নিয়ে আসা হয়। 

তবে প্রতিকূল আবহাওয়ার প্রভাবে এই দিন স্প্যানটি বসানো সম্ভব হয়নি। 

প্রকৌশলীদের ভাষ্য, ‘আনলাকি থার্টিন’ এই স্প্যানটি বসেছে দু’দিনের চেষ্টায় ও নির্ধারিত তারিখ পরিবর্তন করতে হয়েছে কয়েকবার। গাড়ি ও ট্রেনে চড়ে পদ্মা পাড়ি এখন ধীরে ধীরে বাস্তবে রূপ নেওয়ার পথে। এভাবে একের পর এক স্প্যান বসিয়ে দৈর্ঘ্য বেড়ে চলছে সেতুর। দ্বাদশ স্প্যান (অস্থায়ী) বসানোর ১৯ দিনের মাথায় স্থায়ীভাবে বসলো এই ত্রয়োদশ স্প্যানটি।

এরকম আর ২৮টি স্প্যান বসলেই বাস্তবে রূপ নেবে স্বপ্নের পদ্মা সেতু। 

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর