প্রাথমিক শিক্ষক নিয়োগ, প্রশ্নফাঁস চক্র আটক


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২৪, ২০১৯, ১০:৪৯ এএম
প্রাথমিক শিক্ষক নিয়োগ, প্রশ্নফাঁস চক্র আটক

সাতক্ষীরা: সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের একটি টিম আটক করেছে র‌্যাব। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কলারোয়া থানার সামনে থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে কয়েকজন পরীক্ষার্থীও রয়েছেন।

তবে কতজনকে আটক করা হয়েছে এবং তাদের পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব।

অভিযানটির নেতৃত্ব দেন সাতক্ষীরা র‌্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেনেন্ট মাহমুদুর রহমান।

এদিকে, কয়েক দফা তারিখ পরিবর্তনের পর অবশেষে আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা শুরু হয়েছে।

উল্লেখ্য, লিখিত পরীক্ষা প্রধম ধাপে ২৪ মে (আজ), দ্বিতীয় ধাপে ৩১ মে, তৃতীয় ধাপের পরীক্ষা ২১ জুন এবং চতুর্থ ধাপে ২৮ জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলা বাদে ৬১ জেলার ২৪ লাখ এক হাজার ৯১৯ প্রার্থী প্রায় ১২ হাজার পদের বিপরীতে পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর