সময়ের আগে বাজারে আসা ৪০০ মণ আম ধ্বংস


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মে ২২, ২০১৯, ০৮:১৬ পিএম
সময়ের আগে বাজারে আসা ৪০০ মণ আম ধ্বংস

নির্ধারিত সময়ের আগে আসা ৪০০ মণ আম ধ্বংস করেছে র‌্যাব। একই সঙ্গে নয় প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার ঢাকার যাত্রাবাড়ীর আড়তে অভিযান চালিয়ে এসব আম ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলম।

তিনি বলেন, আমগুলো মে মাসের শেষ দিকে বাজারে আসার কথা থাকলেও আগেই চলে এসেছে। এগুলো স্বাস্থ্যের জন্য খুই ঝুঁকিপূর্ণ। এ কারণে এসব ধ্বংস করা হয়।

তিনি জানান, আড়তের ৯টি দোকান থেকে এমন ৪০০ মন আম ধ্বংস করা হয়েছে এবং দোকানগুলোকে জরিমানা করা হয়েছে যাতে ভবিষ্যতে তারা এমন কাজ না করে।

জরিমানা করা দোকানগুলোর মধ্যে- মা এন্টার প্রাইজ, সাদ্দাম এন্টার প্রাইজ ও নাঙ্গলকোট এন্টারপ্রাইজকে ৪ লাখ টাকা করে, নান্নু এন্টারপ্রাইজ ও সজীব এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা করে, বন্ধু বাণিজ্যালয় ও মাদারীপুর বাণিজ্যালয়কে ২ লাখ টাকা করে, চন্দ্রপুরী সবজি ভান্ডার ও সাবিহা বানিজ্যালয়কে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।

বাংলাদেশের বিভিন্ন স্থানের বাজারে আম রাজশাহী অঞ্চল থেকে বেশি আসে। এবার রাজশাহীর প্রশাসন বাগান থেকে বিভিন্ন ধরনের আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছ সরকার।

সে অনুযায়ী, ২২ মে পর্যন্ত শুধু গুটি ও গোপালভোগ আমই পাড়া যাবে। এরপর ২৫ মে লক্ষণভোগ ও লখনা, ২৮ মে হিমসাগর ও খিরসাপাত আম পাড়া হবে।

৬ জুনের পর বাজারে আসবে ল্যাংড়া ও বোম্বাই। ফজলি, সুরমা ফজলি ও আম্রপালি আসবে ১৬ জুন নাগাদ।

এই সময়ের আগে কোনো ধরনের আম গাছে পেকে গেলে তা রাজশাহী জেলা প্রশাসনকে জানিয়ে তা পাড়ার পরামর্শ দেওয়া হয়েছে আমচাষিদের।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর