‘রানা প্লাজায় হতাহত পরিবারের জন্য নতুন করে করার কিছু নেই’


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২৪, ২০১৯, ০৮:২৯ এএম
‘রানা প্লাজায় হতাহত পরিবারের জন্য নতুন করে করার কিছু নেই’

ঢাকা: রানা প্লাজায় নিহত-আহতদের পরিবারের জন্য নতুন করে করার কিছু নেই, তবে এ ধরণের ঘটনা যাাতে আর না ঘটে সেদিকে সজাগ থাকবে বিজিএমইএ।

মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে জুরাইন কবরস্থানে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিজিএমইএ’র নবনির্বাচিত সভাপতি ড. রুবানা হক।

এসময় তিনি আরো বলেন, রানা প্লাজা নিয়ে টিআইবির প্রতিবেদন যথাযথ নয় এতে মিথ্যাচার করা হয়েছে। পোশাক খাত নিয়ে অ্যাকশন এইডের প্রতিবেদনও অসঙ্গতিপূর্ণ।

রুবানা হক বলেন, বিদেশী প্রেসক্রিপশনে নয় নিজেদের উদ্যোগে পোশাক খাতে কাজ করা হবে। এছাড়াও পোশাক খাতের কোন প্রতিষ্ঠান ইচ্ছে করে ঋণখেলাপি করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

বিজিএমইএ এর প্রথম নারী সভাপতি আরো বলেন, রানা প্লাজার পর আমরা ঘুরে দাড়িয়েছি। নতুন করে পোশাক খাত বিশ্বের বুকে জায়গা করে নিয়েছে। নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে। শ্রমিকদের কল্যাণে ও মানউন্নয়নে কাজ করা হচ্ছে। শ্রমিকদের জীবন মানের উন্নতি হয়েছে। ছোট ছোট যেখানে ভূল ছিল সেগুলোও এখন আর নেই।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লজা ধসে নিহত হন এক হাজার ১৩৬ জন পোশাক শ্রমিক। আহত হন আরও দুই হাজারেরও বেশি শ্রমিক। আহত শ্রমিকদের মধ্যে এখনও ৫১ শতাংশ শ্রমিক কাজে ফিরতে পারেন নি বলে জানিয়েছে অ্যাকশন এইড বাংলাদেশ।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর