নাতি জায়ানের শোকে ভাই-বোনের কান্না


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ২৩, ২০১৯, ০৯:০৯ পিএম
নাতি জায়ানের শোকে ভাই-বোনের কান্না

তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 

এসময় বিমানবন্দরে শেখ ফজলুল করিম সেলিমকে ধরে কান্নায় ভেঙে পড়েন প্রধানমন্ত্রী।ফজলুল করিম সেলিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোনের ছেলে। সেই সূত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই হন সেলিম।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত হয়। সেইসঙ্গে গুরুতর আহত হয়ে চিকিৎসাধাীন আছেন তার জামাতা মশিউল হক চৌধুরী। বুধবার দেশে আনা হবে জায়ানের মরদেহ।

পরিবারের সঙ্গে জায়ান চৌধুরী

গত ২১ এপ্রিল তিন দিনের সফরে ব্রুনাই পৌঁছান শেখ হাসিনা। তিনি ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা এবং বাংলাদেশ-ব্রুনাই বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানসহ বেশকিছু কর্মসূচিতে যোগ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরে ব্রুনাইর সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাতটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে রয়েছে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি বিনিময় নোট। এগুলো হচ্ছে, কৃষি ক্ষেত্রে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ), মৎস্য ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, পশুসম্পদ ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, সাংস্কৃতিক ও শিল্প সহযোগিতা সম্পর্কিত সমঝোতা স্মারক, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, এলএনজি সরবরাহে সহযোগিতার ক্ষেত্র সম্পর্কিত সমঝোতা স্মারক এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসার ছাড় সংক্রান্ত বিনিময় নোট।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর