অবশেষে না ফেরার দেশে নুসরাত


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১০, ২০১৯, ০৯:৪৯ পিএম
অবশেষে না ফেরার দেশে নুসরাত

দুর্বৃত্তদের আগুনে ঝলসে যাওয়া ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে বাঁচানো গেলো না (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 

ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানিয়েছেন।

আধঘণ্টা আগেই ৯টার দিকে নুসরাতের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান প্রফেসর ডা. আবুল কালাম জানিয়েছিলেন, নুসরাতের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে।

উল্লেখ্য, গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। ওই ঘটনার পর থেকে তিনি কারাগারে।

এ ঘটনায় রাফির মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। গত ৬ এপ্রিল (শনিবার) সকালে রাফি আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান। এ সময় মাদরাসার এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের উপর কেউ মারধর করছে- এমন সংবাদ দিলে তিনি ওই বিল্ডিংয়ের চার তলায় যান। সেখানে মুখোশ পরা চার-পাঁচজন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। রাফি অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

এরপর থেকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন নুসরাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সিঙ্গাপুরে নিয়ে উন্নত চিকিৎসার নির্দেশ দেন। কিন্তু তার অবস্থা সিঙ্গাপুরে নেয়ার মতো ছিলো না। তবে সিঙ্গাপুরের ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা চলছিলো নুসরাতে। মঙ্গলবার লাইফ সাপোর্টে থাকা অবস্থায় নুসরাতের অস্ত্রপচার করা হয়। 

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর