রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে ব্যাখা চেয়েছে জাতিসংঘ


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ২৫, ২০১৯, ০৮:৩৭ পিএম
রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে ব্যাখা চেয়েছে জাতিসংঘ

বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হলে সেখানে বসবাসের জন্য কী ধরনের সুযোগ-সুবিধা থাকবে- সরকারের কাছে তার ব্যাখ্যা চেয়েছে জাতিসংঘ। যদিও রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে সরকারের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে বিশ্ব সংস্থাটি। 

সোমবার ঢাকার জাতিসংঘ কার্যালয়ে পাঠানো এক বিবৃতিতে এ ব্যাখা চওয়া হয়। 

বিবৃতিতে বলা হয়েছে, ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর নিয়ে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে জাতিসংঘ। এ ধরনের স্থানান্তরের সময় নিরাপত্তা, সহযোগিতা ও কারিগরি সুবিধা প্রয়োজন হয়। সেসব বিষয়েও সরকারের সঙ্গে কথা বলেছে জাতিসংঘ। ভাসানচরে রোহিঙ্গাদের নিরাপদ এবং টেকসই বসবাস নিশ্চিত করতে সেখানে নিরাপত্তা-সংক্রান্ত জটিল বিষয়সমূহ নিয়ে আমরা সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি।

ভাসানচরে যেন সহজেই বসবাস করা যায় সেই ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়ে সংস্থাটি বলেছে, শরণার্থীরা ভাসানচরে যেতে রাজি হলে তাদের কীভাবে স্থানান্তরিত করা হবে, স্থানটি বসবাস উপযোগী কি-না, সেখানে তাদের মৌলিক অধিকার থাকবে কি-না এবং তাদের জন্য কী কী সেবা নিশ্চিত করা হবে- সেগুলো নিয়ে আমরা সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছি।

এছাড়া ওই স্থানের প্রশাসন কী হবে এবং জাতিসংঘ ও তার সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা কীভাবে সেখানে যাবে সে বিষয়েও সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর