টয়লেটের ফ্লাশ নষ্ট, ২৪ ঘণ্টা দেরিতে ফ্লাইট


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ২৩, ২০১৯, ১০:১৩ এএম
টয়লেটের ফ্লাশ নষ্ট, ২৪ ঘণ্টা দেরিতে ফ্লাইট

বিমানের টয়লেটের ফ্লাশ নষ্ট হওয়ায় ফ্লাই দুবাই এয়ারলাইনসের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। মেরামত শেষে ফ্লাই দুবাইয়ের ওই ফ্লাইটটি প্রায় ২৪ ঘণ্টা পর আজ বেলা সাড়ে ১১টায় দুবাইয়ের উদ্দেশে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কথা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের ঢাকা অফিসের বাণিজ্যিক কর্মকর্তা শরিফুল ইসলাম জানায়, শুক্রবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের টয়লেটের ফ্লাশ নষ্ট হওয়ায় অনবোর্ড হওয়া ফ্লাইটি বাতিল করা হয়। শুক্রবার বেলা ১১টায় ফ্লাইটটি চট্টগ্রাম ছেড়ে যাওয়ার কথা ছিল। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) শাহ আমানত অফিস।

এদিকে বাতিল হওয়া ফ্লাইটের জন্য ১৮০ জন যাত্রী ছিলেন। পরবর্তিতে যাত্রীদের হোটেলে নিয়ে যাওয়া হয়।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর