কাদের এখন শঙ্কামুক্ত


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২২, ২০১৯, ০৯:০১ পিএম
কাদের এখন শঙ্কামুক্ত

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অপারেশনের পর এখন শঙ্কামুক্ত ও ভালো আছেন। তার আইওবিপি মেশিন খুলে ফেলা হয়েছে এবং শরীরের বাকি সব প্যারামিটার ভালো আছে। আগামী ৩/৪ দিন পর তাকে কেবিনে স্থানান্তর করা হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী শুক্রবার সন্ধ্যায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালের মেডিক্যাল বোর্ডকে উদ্ধৃত করে এতথ্য নিশ্চিত করেন। পরে মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ গণমাধ্যমকে এসব তথ্য জানান।

প্রসঙ্গত, গত বুধবার (মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

গত ৩ মার্চ গভীর রাতে হঠাৎ শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয় ওবায়দুল কাদেরের। এরপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) নিয়ে যাওয়া হয়। এনজিওগ্রাম করার পর তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পরদিন বিকেলে উন্নত চিকিত্সার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর