রাজধানীতে হঠাৎ বৃষ্টি


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০১৯, ০৮:৪০ এএম
রাজধানীতে হঠাৎ বৃষ্টি

ঢাকা:পশ্চিমা লঘুচাপের প্রভাবে ভোরে রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়েছে। রোববার ভোর ছয়টা থেকেই আকাশ ভারী মেঘে ঢেকে যায়। এরপর সাড়ে সাতটার দিকে শুরু হয় বৃষ্টি। বৃষ্টি আর বিদ্যুৎ চমকানোতে কেঁপে ওঠে ঢাকার আকাশ।

প্রথমে মুষলধারে প্রায় ২০ মিনিটের মতো বৃষ্টি হয়। পরে থেমে গিয়ে আবারো বৃষ্টি বাড়তে থাকে।

এদিকে হঠাৎ বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়ে সকালে স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থীরা। বৃষ্টির কারণে যানবাহন কমে যাওয়ায় অনেকেই নির্ধারিত সময়ে স্কুলে যেতে পারেননি। একই কারণে অফিস যাওয়া সাধারণ মানুষও পড়েন ভোগান্তিতে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশিরভাগ এলাকাতেই আজ বৃষ্টিতে হবে। ওদিকে বৃষ্টির কারণে দিনের তাপমাত্রাও কমে যাবে খানিকটা।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর