মায়ের আসনে নির্বাচন করবেন প্রিয়াঙ্কা


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০১৯, ০৯:২২ এএম
মায়ের আসনে নির্বাচন করবেন প্রিয়াঙ্কা

নিউজ ডেস্ক: ভারতীয় রাজনীতির মঞ্চে আনুষ্ঠানিকভাবে অভিষেক ঘটল দেশটির সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা গান্ধীর।

মা সোনিয়া গান্ধীর সংসদীয় আসন থেকে আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন ৪৭ বছর বয়সী প্রিয়াঙ্কা।

বুধবার ভারতের পূর্ব উত্তরপ্রদেশের কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে নিয়োগ পান প্রিয়াঙ্কা গান্ধী। নিয়োগের পরই তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার খবর জানালো কংগ্রেস।

এনডিটিভি জানায়, প্রিয়াঙ্কার প্রার্থী হওয়ার খবর দল থেকে জানা গেলেও কেউ তা নিশ্চিত করে বলতে পারেননি।

প্রিয়াঙ্কার ভাই দলের প্রধান রাহুল গান্ধীর কাছেও জানতে চাওয়া হয় আগামী জাতীয় নির্বাচনে প্রিয়াংকা প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা।

রাহুল গান্ধীও নিশ্চিত করে কিছু বলেননি। তবে রাহুল বলেন, এটি নির্ভর করবে প্রিয়াঙ্কার ওপর, যদি সে চায় তো করবে। তবে মূল কথা হলো আমরা পিছু হটতে চাই না, হোক সেটা উত্তর প্রদেশ বা গুজরাট বা যেকোনো জায়গায়।

ভাই রাহুল গান্ধীর সঙ্গে প্রিয়াঙ্কা 

প্রিয়াঙ্কার রাজনীতিতে সক্রিয় হওয়া কংগ্রেসের দীর্ঘ দিনের প্রতীক্ষা। তবে গুঞ্জন আছে প্রতিটি নির্বাচনেই পেছন থেকে কাজ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী।

এদিকে প্রিয়াঙ্কা গান্ধীকে ভারতের প্রাচীন দল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে নিয়োগ দেয়ায় দেশটির বিভিন্ন রাজ্যের কংগ্রেস সমর্থকরা রাস্তায় নেমে উল্লাস প্রকাশ ও মিষ্টি বিতরণ করে।

দেশটির রাজনৈতিক পর্যবেক্ষকদের বড় অংশই মনে করছেন, সক্রিয় রাজনীতিতে প্রিয়াঙ্কার অভিষেকের ফসল ঘরে তুলবে কংগ্রেস। প্রিয়াঙ্কার রাজনীতিতে প্রবেশের এই খবরে বুধবার সামাজিক মাধ্যমে শুভেচ্ছার ঝড় বয়ে যায়। অনেকে ইন্দিরা গান্ধীর নাতনি ও রাজীব গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কাকে ক্যারিসম্যাটিক নেতা হিসেবে উল্লেখ করে। প্রিয়াঙ্কাকে কংগ্রেসের সাধারণ সম্পাদক করে লোকসভা নির্বাচনের প্রচারের শুরুতেই বড় চমক নিয়ে হাজির হয়েছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর