সংসদে মাছের হাট


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৯, ০৭:৫৫ পিএম
সংসদে মাছের হাট

আগামী ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। তাই সংসদ সচিবালয়ে চলছে জোর প্রস্তুতি। নতুন করে সাজানো হচ্ছে সবকিছু। বাদ যায়নি সংসদের লেকও। পুরো সংসদ ভবনের লেকের পানি শুকিয়ে স্বচ্ছ পানি দেওয়ার কাজ শুরু হয়েছে। আর সে কারণে ধরা পড়েছে সংসদ লেকের নানা প্রজাতির মাছ।

পুরো লেকের মাছ ৬ লাখ ৪২ হাজার টাকায় টেন্ডারের মাধ্যমে বিক্রি করেছে সংসদ সচিবালয়। গত বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) থেকে লেকের মাছ ধরে সংসদেই বিক্রি করা হচ্ছে।

সংসদের পূর্ব পাশের এমপি হোস্টেলের প্রবেশ মুখে টানেলের নিচে বাঁশ দিয়ে ঘিরে মাছের অস্থায়ী হাট বসানো হয়েছে। রুই, কাতলা, বাইম, শোল, শিং-মাগুর, চিতল, বোয়ালসহ হরেক রকমের মাছ ধরা পড়ছে সংসদের লেকে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের মাঝে মাছকে ঘিরে উৎসবের আমেজ। বিকেলে অফিস শেষ করে অধিকাংশ কর্মকর্তা ছুটে যাচ্ছেন মাছের হাটে। সবার হাতে হাতে দেখা যাচ্ছে মাছ ভর্তি ব্যাগ।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর