সংরক্ষিত আসনে প্রার্থী হতে পারবেন নারী হিজড়ারা


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২২, ২০১৯, ০৮:৫৪ পিএম
সংরক্ষিত আসনে প্রার্থী হতে পারবেন নারী হিজড়ারা

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তৃতীয় লিঙ্গের (এনআইডিতে নারী হিসেবে পরিচয় দেয়া) সদস্যরা প্রার্থী হতে পারবেন। তবে যারা ভোটার হওয়ার ফরমে নারী পরিচয়ের অপশন পূরণ করেননি, তারা প্রার্থী হতে পারবেন না।

মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এমন তথ্য দেন। এর আগে ইসির কমিশনে বৈঠক হয়।

ইসি সচিব বলেন, সরকার ইতোমধ্যে হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু ভোটার হওয়ার ফরমে এখনো বিষয়টি অন্তর্ভুক্ত করেনি নির্বাচন কমিশন। সেখানে তৃতীয় লিঙ্গের ব্যক্তি নিজেকে নারী অথবা পুরুষ হিসেবে দাবি করার অপশন দেয়া আছে।

সংরক্ষিত আসনে তৃতীয় লিঙ্গের কোনো ব্যক্তি প্রার্থী হতে পারবেন কি না- এমন প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, হিজড়ারা তৃতীয় লিঙ্গ হিসেবে আছেন। তবে যদি ভোটার হওয়ার ফরমে কেউ নারী হিসেবে পরিচয় দিয়ে থাকেন, তিনি প্রার্থী হতে পারবেন। 

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর