ফের ভোটের উত্তাপ: আ.লীগ প্রস্তুত, বিএনপিতে ধোঁয়াশা


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০১৯, ১০:৪১ এএম
ফের ভোটের উত্তাপ: আ.লীগ প্রস্তুত, বিএনপিতে ধোঁয়াশা

ঢাকা: উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে ব্যাপক তোড়জোড় শুরু হলেও বিএনপির কোনো তৎপরতা চোখে পড়ছে না।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠেয় স্থানীয় সরকার পর্যায়ের এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা ভীষণ উজ্জীবিত। দলীয় মনোনয়ন নিশ্চিত করার লক্ষ্যে ক্ষমতাসীনদের সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন।

ইতিমধ্যেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। নিরঙ্কুশ জয় নিশ্চিতে উপজেলা পরিষদ নির্বাচনে দুধরনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছেন শাসক দলের নেতারা। বিএনপি নির্বাচনে এলে এক ধরনের প্রস্তুতি না এলে অন্যভাবে হবে নির্বাচন।

অন্যদিকে জাতীয় নির্বাচনে ভরাডুবির পর উপজেলা নির্বাচন নিয়েও হতাশা ভর করেছে বিএনপিতে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নেই কোনো চাঞ্চল্য। এমনকি বিএনপি সমর্থিত বেশিরভাগ উপজেলার চেয়ারম্যানরাও আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন না।

এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আগামী এক-দুইদিনের মধ্যে আমরা সিনিয়র নেতারা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।

তবে বিএনপির চেয়ারপারসের কার্যালয় সূত্রে, গতকাল ১১ জানুয়ারি রাতে বিএনপির স্থায়ী কমিটির নেতারা বৈঠক করেন। সেখানে উপজেলা নির্বাচনের প্রসঙ্গটি ওঠে। অনেকে নির্বাচনে যাওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি বৈঠকে।

প্রসঙ্গত, আগামী মার্চে দেশের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন করার পরিকল্পনার রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। ইসি সবিচালয় এ লক্ষ্যে প্রস্তুতিও শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর