বঙ্গবন্ধু সেতুতে ট্রাকে আগুন, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ১১, ২০১৯, ০২:৩৯ পিএম
বঙ্গবন্ধু সেতুতে ট্রাকে আগুন, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

দক্ষিণ ও উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুর ৩৭ নং পিলারের কাছে উত্তরবঙ্গগামী রড বোঝাই একটি ট্রাকে হঠাৎ আগুন ধরে যায়। আগুন লাগার সাথে সাথে ট্রাক চালক ও হেলপার নেমে যাওয়ায় প্রাণহানি ঘটেনি।

শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে সেতুর পূর্ব ও পশ্চিম টোল প্লাজায় টোল আদায় এবং যান চলাচল দেড় ঘণ্টা বন্ধ ছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। 

আগুন লাগা ট্রাকটি সরিয়ে নেয়ার দুপুর ১টার পর সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের চাকা পাংচার হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে। আগুন লাগার ফলে ঢাকা-উত্তরবঙ্গ লেনে যান চলাচল বন্ধ ছিল। পরে ট্রাকটি সরিয়ে ফেলায় লেনটি চালু হয়েছে।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর