‘ভোটের দিন ইন্টারনেটের গতি কমানোর চিন্তাভাবনা’


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০১৮, ১১:৪৬ এএম
‘ভোটের দিন ইন্টারনেটের গতি কমানোর চিন্তাভাবনা’

ঢাকা: নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানরা বলেছেন, ইন্টারনেটের গতি কমিয়ে দিতে হবে। তাই ভোটের দিন বিকাল ৫টা পর্যন্ত ইন্টারনেটের গতি কিছুটা কমানোর বিষয়ে ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার সকালে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে সফটওয়্যার সংক্রান্ত ইলেকশন ম্যানেজমেন্ট সিসটেম (ইএমএস), ক্যানডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিসটেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিসটেম (আরএমএস) প্রশিক্ষণে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন বিকাল ৫টা পর্যন্ত ইন্টারনেটের গতি কিছুটা কম রাখার কথা ভাবছে নির্বাচন কমিশন। তবে নির্বাচনের ফল পাঠানোর সময় গতি স্বাভাবিক থাকবে।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর