মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনায় মামলা


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৮, ১০:০৭ পিএম
মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনায় মামলা

ঢাকা : রাজধানীর সেগুনবাগিচায় নির্বাচনী প্রচারণাকালে ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। এতে যুবলীগ ও ছাত্রলীগ আট নেতাকর্মীসহ অজ্ঞাত আরো ৩৫ থেকে ৪০ জনকে আসামি হয়েছে। 

সোমবার ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন মামুন নামে এক বিএনপি কর্মী। 

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নুর শুনানি শেষে রমনা থানাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় আসামিরা হলেন— শাহবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক রেজাউল, যুবলীগ দক্ষিণের সদস্য তন্ময় দাস, ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মুরাদ ও সোহাগ, ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য রাকিব, ইউনিট আওয়ামী লীগের বাবু ও মাহবুবুল আলম।

মামলার অভিযোগে বলা হয়, ১৫ ডিসেম্বর কয়েকটি এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে দুপুর ১২টার দিকে রমনা থানাধীন শেগুনবাজারস্থ কাচাবাজার সংলগ্ন রাস্তায় পৌঁছলে আরজির আসামিরাসহ ৩৫ থেকে ৪০ জন বাঁশ, লাঠি, রড, চাপাতি হাতে একদল যুবক মির্জা আব্বাসের ওপর হামলা চালায়। ওই সময় বাদীসহ কয়েকজন মির্জা আব্বাসকে ঘিরে ধরে কোনোরকমে রক্ষা করেন। ওই ঘটনায় বাদী ও সাক্ষীরা মারাত্মক আহত হয়।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর