ভিকারুননিসার শিক্ষিকা হাসনা হেনার জামিন


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৮, ০৫:৪৭ পিএম
ভিকারুননিসার শিক্ষিকা হাসনা হেনার জামিন

ঢাকা : জামিন পেলেন ভিকারুননিসার শিক্ষিকা হাসনা হেনা। রোববার পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন পান তিনি। রোববার ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ তার জামিন মঞ্জুর করেন।

এবিষয়ে পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক জালাল উদ্দীন জানান, পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত ৫ হাজার টাকা মুচলেখায় তার জামিন মঞ্জুর করেছেন আদালত।

এর আগে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুর ৩টা ২০ মিনিটে ডিবি পুলিশ তাকে আদালতে হাজির করে। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক কামরুল ইসলাম।

আবেদনে তিনি আরও বলেন, শিক্ষিকা জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে সুষ্ঠু তদন্তে বিঘ্ন সৃষ্টি করতে পারেন। অপরদিকে শিক্ষিকার আইনজীবী জাহাঙ্গীর হোসেন তার জামিন চেয়ে আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সাইদ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতারের পর থেকেই ভিকারুননিসা স্কুলের শিক্ষার্থিীদের একটি অংশ হাসনা হেনার মুক্তি চেয়ে আন্দোলন শুরু করে।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর