নির্বাচন করতে পারবেন ইমরান এইচ সরকার


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৮, ০৫:২৯ পিএম
নির্বাচন করতে পারবেন ইমরান এইচ সরকার

ঢাকা : নির্বাচন কমিশনের (ইসি) রায়ের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে প্রার্থীতা ফিরে পেলেন গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার। রোববার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে করা তার আবেদন গ্রহণ করেন।

এরপর নির্বাচন কমিশনকে ইমরান এইচ সরকারের মনোনয়ন গ্রহণ করার নির্দেশ দেন।

এর আগে গত ২ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেই ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এরপর নির্বাচন কমিশন তার বাতিল হওয়া মনোনয়নপত্র নিয়ে আপিল শুনানি করে। মনোনয়নপত্রে ভোটারের স্বাক্ষরের ক্রমিক নম্বরে ভুল থাকায় আপিলেও তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ইমরান।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর