নিজ দেশে ফিরছেন ১৫০ রোহিঙ্গা, প্রস্তুতি সম্পন্ন


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ১৫, ২০১৮, ১০:৪৭ এএম
নিজ দেশে ফিরছেন ১৫০ রোহিঙ্গা, প্রস্তুতি সম্পন্ন

ঢাকা : বহুল আলোচিত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার) থেকে। দুপুরে ঘুমধুম সীমান্ত পয়েন্ট দিয়ে ৩০টি রোহিঙ্গা পরিবারের ১৫০ সদস্য মিয়ানমারে ফেরত যাবেন। এ নিয়ে বাংলাদেশের পক্ষে প্রস্তুত করা হয়েছে ট্রানজিট ক্যাম্প।

রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং জয়েন্টওয়ার্কিং গ্রুপের সদস্য মো. আবুল কালাম।

একইভাবে মিয়ানমারের পক্ষ থেকেও সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই মধ্যে প্রত্যাবাসনে অন্তর্ভুক্ত দুই হাজার ২৬০ রোহিঙ্গার তালিকা জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরকে হস্তান্তর করা হয়েছে।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর