ঐক্যফ্রন্টের সমাবেশ, সতর্ক পুলিশ


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২৪, ২০১৮, ১১:২৯ এএম
ঐক্যফ্রন্টের সমাবেশ, সতর্ক পুলিশ

সিলেট: সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু হতে কয়েক ঘণ্টা বাকি। চলছে শেষ সময়ের প্রস্তুতি। ইতিমধ্যে সমাবেশস্থলে নেতাকর্মীরা আসতে শুরু করছেন। জনসভাকে ঘিরে রয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ধারণা করা হচ্ছে সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে নতুন বার্তা দেবে ঐক্যফ্রন্ট।

জনসভার মঞ্চে টানানো ব্যানারে লেখা হয়েছে ‘অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট এর উদ্যাগে জনসভা।

জনসভার মঞ্চ

জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। প্রধান বক্তা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সভাপতিত্ব করবেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বক্তব্য রাখবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ।

এদিকে সিলেটের রেজিস্ট্রারি মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশস্থলের পাশে সরকারের উন্নয়ন কর্মসূচির লিফলেট বিতরণ কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে নগরজুড়ে। তবে কড়া নজরদারিতে রয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী ।

ইতিমধ্যেই সমাবেশে যোগ দিতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা এরইমধ্যে আকাশ ও সড়কপথে সিলেটে পৌঁছেছেন। জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান উদ্যোক্তা ড. কামাল হোসেন মঙ্গলবার সন্ধ্যায় আকাশপথে সিলেট পৌঁছান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ বুধবার সকালে আকাশপথে সিলেট পৌঁছান।

তবে মানহানীর মামলায় গ্রেফতার হওয়ায় সিলেট জনসভায় যেতে পারছেন না জাতীয় ঐক্যফ্রন্টের আরেক নেতা ব্যারিস্টার মইনুল হোসেন।

গো নিউজ২৪/এমআর

 

জাতীয় বিভাগের আরো খবর