প্রিন্স বাজারের কাণ্ড...


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ২০, ২০১৮, ০৭:৪৯ পিএম
প্রিন্স বাজারের কাণ্ড...

ঢাকা : ‘শারদীয় অফার’ নামে গরুর মাংসের দাম কমানোর বিজ্ঞাপন দিয়ে সমালোচনার মুখে পড়েছে সুপার শপ ‘প্রিন্স বাজার‘। অফারে গরুর মাংস কেজিপ্রতি ৪৪০ টাকা করার কথা বলা হয়েছে।

এদিকে বিজ্ঞাপনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তুমুল সমালোচনার মুখে প্রিন্সবাজার ক্ষমা চেয়েছে। যদিও অফারটি শেষ হওয়ার পরদিন এই ক্ষমা প্রার্থনা করে তারা।

প্রিন্সবাজারের পক্ষ থেকে তাদের ফেসবুক পেজেই এ বিষয়ে ক্ষমা প্রার্থনা করা হয়। ইংরেজিতে লেখা বার্তায় বলা হয়, ‘যা ঘটেছে, সেটা নিতান্তই দুর্ভাগ্যজনক। আমরা ক্ষমা ভিক্ষা করছি। দয়া করে একে একটি ভুল হিসেবেই ধরবেন। আমাদের কোনো জাতি বা কাউকে আঘাত করার ন্যূনতম কোনো উদ্দেশ্য ছিল না।

সনাতন ধর্মাবলম্বীরা প্রাণীটির মাংস এড়িয়ে চলেন এবং এর এক ধরনের ধর্মীয় আবেদনও রয়েছে। এই অবস্থায় দুর্গোৎসব চলাকালে প্রিন্স বাজারের এই বিজ্ঞাপন ক্ষুব্ধ করে তুলেছে হিন্দু ধর্মাবলম্বীদের।

সুপার শপ ‘প্রিন্স বাজার‘

বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ হয়েছে শুক্রবার। আর প্রিন্সবাজারের ৪৪০ টাকা করে গরুর মাংস বিক্রির অফারটিও শেষ হয়েছে সেদিনই। তবে শনিবার ফেসবুকে এই বিজ্ঞাপনের বিষয়টি ছড়িয়ে যায়। আর এরপর শুরু হয় আলোড়ন।

এই বিজ্ঞাপনটি এতটাই অবিশ্বাস্য রকম ছিল যে, এটি ফটোশপ করে কেউ ছেড়েছে কি না, তা নিয়েও তৈরি হয় আলোচনা। তবে পরে প্রিন্সবাজারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনায় এটা স্পষ্ট হয় যে, বিজ্ঞাপন নামে যে ছবিটি ছড়িয়েছে সেটা বানোয়াট ছিল না।

গো নিউজ২৪/আই
 

জাতীয় বিভাগের আরো খবর