৫৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আখতার


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৮, ০৯:৩২ পিএম
৫৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আখতার

ঢাকা : চিকিৎসকের পরামর্শে অনশন ভেঙেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী আখতার হোসেন। ঢাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দীর্ঘ ৫৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের পরামর্শে ফল খেয়ে অনশন ভাঙেন আখতার। এর আগে দুপুর ২টার দিকে রাজু ভাস্কর্যে সামনে অনশনরত আখতার হোসেন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

অনশন ভাঙার সময় সেখানে উপস্থিত ছিলেন আখতার হোসেনের নিজ হল মুক্তিযুদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিয়া উদ্দিন। এদিকে, দাবি না মেনে জোর করে অনশন ভাঙানোর চেষ্টার প্রতিবাদ জানিয়েছে ঢাবি ছাত্র ইউনিয়ন।

তারও আগে দুপুরে অনশনকারী শিক্ষার্থী আখতার হোসেনকে দেখতে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী। এসময় তিনি ওই শিক্ষার্থীকে অনশন ভাঙতে অনুরোধ করেন। কিন্তু দাবি না মানায় অনশন ভাঙতে অস্বীকার করেন আখতার হোসেন।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর