শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে নেয়া হবে আইয়ুব বাচ্চুর মরদেহ


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৮, ০৭:১১ পিএম
শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে নেয়া হবে আইয়ুব বাচ্চুর মরদেহ

ঢাকা : জনপ্রিয় সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেয়া হবে। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে  সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন আইয়ুব বাচ্চুর মরদেহে। তারপর ১টার দিকে মরদেহ নিয়েও যাওয়া হবে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে।

শুক্রবার বাদ জুম্মার পর জাতীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে নিয়ে যাওয়া হবে চট্টগ্রামে। পরদিন শনিবার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে আইয়ুব বাচ্চুকে।

এর আগে বৃহস্পতিবার সকালে সাড়ে ৮টায় হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন আইয়ুব বাচ্চু। সকাল সোয়া ৯টায় তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরে ৯টা ৫৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর