সৌদি বাদশাহ’র সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৮, ০৭:১৮ পিএম
সৌদি বাদশাহ’র সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, বুধবার বিকেলে আরগায় রাজ প্রাসাদে বৈঠক হয় দুই নেতার। এসময় তারা দু’দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

এর আগে সকালে রাজপ্রাসাদে সৌদি আরবের ব্যবসায়ীদের সংগঠন সৌদি চেম্বার এবং রিয়াদ চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

সেখানে সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ করলে তার সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

প্রধানমন্ত্রী বলেন, আমি পারস্পরিক স্বার্থেই আপনাদেরকে বাংলাদেশে ব্যবসা, প্রযুক্তি এবং উদ্ভাবনী চিন্তা নিয়ে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যাতে আমাদের উন্নয়ন অভিযাত্রায় একে অপরের হাতে হাত রেখে চলতে পারি।

শেখ হাসিনা সৌদি বাদশাহ’র আমন্ত্রণে চারদিনের সফরে মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবে পৌঁছেন। শুক্রবার সকালে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর