ভগীরথপুরের আস্তানা থেকে পাল্টা গুলি ছুড়ছে জঙ্গিরা


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৮, ১০:৩১ এএম
ভগীরথপুরের আস্তানা থেকে পাল্টা গুলি ছুড়ছে জঙ্গিরা

নরসিংদীর শেখেরচরের ভগীরথপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা কাপড় ব্যবসায়ী বিল্লাল মিয়ার সাততলা বাড়িতে অভিযান চলছে। সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা থেকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এলে সোয়াতের টিম এ অভিযান শুরু করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলবার দুপুর পৌনে ২টা পর্যন্তও সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর পাল্টাপাল্টি গোলাগুলি চলছিল।

মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে আসেন পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। অভিযানস্থল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের গোলাগুলির কথা জানান।

আইজিপি বলেন, ওই ভবনে অবস্থান করে থাকা নব্য জেএমবির সদস্যদের আত্মসমর্পনের আহ্বান জানালেও তারা সেটা করেননি। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। এখন দুই পক্ষই পাল্টাপাল্টি গুলি চালাচ্ছে।

ভেতরে কতজন জঙ্গি রয়েছে জানতে চাইলে আইজিপি বলেন, অভিযান শেষ হওয়ার আগে সেটি বলা সম্ভব নয়। অভিযান শেষ হলে বোঝা যাবে তাদের সদস্যসংখ্যা কতজন ছিল বা কী পরিমান অস্ত্র-গুলি মজুদ ছিল।

এদিকে মাধবদী পৌরসভার গাংপাড় এলাকার আফজাল হাজীর ‘নিলুফা ভিলা’ নামে একটি ভবনও জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ। বিল্লাল মিয়ার বাড়িতে অভিযান শেষে সেখানে অভিযান শুরু হবে বলে জানা গেছে। দুটি বাড়িতে নারী-পুরুষসহ অন্তত পাঁচ জঙ্গি রয়েছে বলে ধারণা পুলিশের।

সোমবার রাত ৮টার পর থেকে বাড়ি দুটি ঘেরাও করে রাখা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে সোয়াট সদস্যরা ভগিরথপুরে পৌঁছেছেন। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এরইমধ্যে ওই বাড়ির অন্য বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হয়েছে।অভিযানে সাধারণ মানুষের জানমালের যেন কোনো ক্ষতি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে বলেও জানান মনিরুল।

এদিকে অভিযান শুরু আগে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্সও।

আস্তানা দুটির মধ্যে একটি হলো মাধবদীর গাঙপাড় এলাকার পাঁচতলা একটি ভবন। এই ভবনের ৫ম তলায় দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন বলে কাউন্টার টেরোরেজিমের কর্মকর্তারা জানতে পেরেছেন।

অন্যটি শেখেরচরের ভগিরথপুর এলাকায় সাততলা একটি ভবনে। এই ভবনের ৭ম তলায় অন্তত দুইজন নারী রয়েছেন বলে সিটিটিসি কর্মকর্তারা ধারণা করছেন।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর