আদালতের রায় বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব: আইনমন্ত্রী 


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৮, ০৫:২৪ পিএম
আদালতের রায় বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব: আইনমন্ত্রী 

ঢাকা: একুশে আগস্টে গ্রেনেড হামলার রায় নিয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, মামলা বিচারিক আদালতে শেষ হয়েছে। রায় কার্যকর করতে আমরা চেষ্টা করবো। কোর্টের আদেশ পালন করা আমাদের দায়িত্ব।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

গ্রেনেড হামলার রায়ের বিষয়ে মন্ত্রী বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা যদি সত্য হয়ে থাকে, তাহলে এ রায়ও সঠিক। এখন এ রায় বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।

আইনমন্ত্রী আরো বলেন, তারেক রহমানসহ ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া তিন আসামির মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হবে। তবে রায়ের কপি হাতে পাওয়ার পর তা দেখে বিশ্লেষণ করে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া য়ায় সেই সিদ্ধান্ত নেয়া হবে।

তবে তারেক রহমান ছাড়া বাকি কোন দুইজনের মৃত্যুদণ্ড চাওয়া হবে তা জানাননি আইনমন্ত্রী।

রায় পরবর্তী বিএনপির কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপির কর্মসূচিতে কেউ সাড়া দিচ্ছে না। তাদের কর্মসূচিতে কোনো মানুষ থাকে না, তা জনগণই দেখছে।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর