ছাত্রলীগ নেতাদের বিচার দাবিতে মাভাবিপ্রবি’র ৪৮ শিক্ষকের পদত্যাগ


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৮, ২০১৮, ০৩:০৫ পিএম
ছাত্রলীগ নেতাদের বিচার দাবিতে মাভাবিপ্রবি’র ৪৮ শিক্ষকের পদত্যাগ

টাঙ্গাইল: ছাত্রলীগ নেতাদের বিচার দাবিতে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ৪৮ শিক্ষক পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে মাভাবিপ্রবি শিক্ষক সমিতির পক্ষ থেকে ৪৮ জনের পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলামের কাছে জমা দেয়া হয়।

পদত্যাগপত্র জমা দেয়াদের মধ্যে রয়েছেন ২ জন রিজেন্ট বোর্ড সদস্য, ৪ জন ডিন, ৪ জন প্রভোস্ট, ১৪ জন বিভাগীয় চেয়ারম্যান, সকল হাউস টিউটর ও সকল সহকারী প্রক্টরসহ ৪৮ শিক্ষক।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, শনিবার পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ঈশিতা বিশ্বাসকে সেমিস্টার পরিক্ষায় ফেল করার পরেও ছাত্রলীগের সভাপতিসহ নেতাকর্মীরা জোরপূর্বক তাকে পরীক্ষার হলে বসিয়ে দেয়। এসময় কর্তব্যরত শিক্ষক প্রতিবাদ করলে তার সাথে অসৌজন্যমূলক আচরণ করা হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রলীগের সভাপতি সজিব তালুকদারসহ দোষী শিক্ষার্থীদের বহিষ্কারের দাবি করেন।

কিন্তু কর্তৃপক্ষ দোষী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় শিক্ষকরা পদত্যাগের ঘোষণা দেন।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে ক্লাসসহ একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর