হাতিরঝিলে বন্ধ ওয়াটার ট্যাক্সি


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০১৮, ০৩:৫৫ পিএম
হাতিরঝিলে বন্ধ ওয়াটার ট্যাক্সি

ঢাকা: রাজধানীর রামপুরা ব্রীজ সংলগ্ন গুদারাঘাট ওয়াটার ট্যাক্সি ঘাটে দল বেঁধে যাত্রী আসছেন টিকিট কেটে কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য। কিন্তু কাউন্টারে কাউকে না পেয়ে এবং সামনে টাঙানো নোটিশ দেখে সেখান থেকে ফিরে যাচ্ছেন সবাই।

কারণ হিসেবে গুদারাঘাট কাউন্টারে গিয়ে জানা গেল, হাতিরঝিল ওয়াটার ট্যাক্সির মেরামত ও রক্ষণাবেক্ষণ উপলক্ষে হাতিরঝিল ওয়াটার ট্যাক্সির সব নিয়মিত কার্যক্রম বন্ধ রয়েছে। গত ২২ তারিখ থেকে এ কার্যক্রম ৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

নোটিশ

পাশাপাশি গুদারাঘাটে হাতিরঝিল কর্তৃপক্ষের পক্ষ থেকে সেখানে নোটিশও টাঙ্গানো হয়েছে। সেখানে লেখা আছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। হাতিরঝিল ওয়াটার ট্যাক্সির মেরামত ও রক্ষণাবেক্ষণ উপলক্ষে হাতিরঝিল ওয়াটার ট্যাক্সির সব নিয়মিত কার্যক্রম ২২ সেপ্টেম্বর থেকে আগামী ৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে- আদেশক্রমে হাতিরঝিল কর্তৃপক্ষ। তবে বাড্ডা জেটি থেকে প্যাডেল বোর্ডের কার্যক্রম যথারীতি চালু থাকবে।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর