‘রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সংকটে ভুগছে বাংলাদেশ’


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০১৮, ১১:৪৬ এএম
‘রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সংকটে ভুগছে বাংলাদেশ’

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত ১০ বছরে অর্থনৈতিকভাবে দেশ অনেক এগিয়েছে। তবে এখন ভোগান্তির সৃষ্টি করেছে রোহিঙ্গা সংকট।

মঙ্গলবার নিউইয়র্কে স্থানীয় সময় বিকেলে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের আলোচনায় অংশ নিয়ে তিনি অর্থনীতিসহ বাংলাদেশের সামাজিক বিভিন্ন অগ্রগতির সূচক তুলে ধরেন।

স্বাস্থ্য, শিক্ষাসহ দেশ অর্থনৈতিকভাবে এগোলেও, মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাড়তি বোঝা সামলাতে হতে হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। সেইসঙ্গে রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা।

তিনি আরো বলেন, আগামীতে শিল্পের প্রসার ঘটাতে দেশে কারিগরি শিক্ষা ও শিক্ষকদের বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলা হচ্ছে। গেলো কয়েকবছরে অর্থনীতি অনেকদূর এগিয়েছে উল্লেখ করে, ৭ দশমিক আট ছয় শতাংশ জিডিপি প্রবৃদ্ধির উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন- দক্ষ জনবল গড়ে তুলে দেশকে এগিয়ে নেয়ার নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে তার সরকার।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর