মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৮, ০৯:০৯ এএম
মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস

ঢাকা: রাজধানী ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও চট্রগ্রাম বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভসে এসব তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন: কেরালায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৭, রেড অ্যালার্ট জারি 

এদিকে ওড়িষ্যা ও তৎলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের মধ্য প্রদেশ ও গুজরাট সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিও হয়েছে শ্রীমঙ্গলে ৬১ মিলিমিটার।

গো নিউজ২৪/এমআর

এ সম্পর্কিত আরও সংবাদ