১৫০০ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতুর দায়িত্বে থাকবে সেতু বিভাগ


প্রকাশিত: নভেম্বর ৩০, ২০১৫, ১০:২৭ পিএম
১৫০০ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতুর দায়িত্বে থাকবে সেতু বিভাগ

সেতু বিভাগ এখন থেকে দেশে ১৫০০ মিটারের বেশি দৈর্ঘ্যের কোনো সেতু, টানেল, এক্সপ্রেসওয়ে নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে।

সোমবার (৩০ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই বিধান রেখে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন, ২০১৫-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংশোধিত খসড়া অনুযায়ী এ ধরনের সেতু নির্মাণ, মেরামত, টোল আদায়সহ সার্বিক বিষয় দেখভাল করবে সেতু বিভাগ। সেতুসংলগ্ন এলাকায় আইন অমান্য করলে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

জা/আ

জাতীয় বিভাগের আরো খবর