আন্দোলনে আহত ছাত্র আকিবের চিকিৎসার দায়িত্ব নিলো আ. লীগ


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ১০, ২০১৮, ০৯:০৪ এএম
আন্দোলনে আহত ছাত্র আকিবের চিকিৎসার দায়িত্ব নিলো আ. লীগ

ঢাকা : নিরাপদ সড়কের দাবিকে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার শিকার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশরাফুল ইসলাম আকিবের চিকিৎসার দায়িত্ব নিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আকিবের চিকিৎসার দায়িত্ব নেয়ার কথা জানান। 

এছাড়া ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আকিবের মায়ের হাতে ২ লাখ টাকার চেক তুলে দেন এবং আকিবের পুরো চিকিৎসার ব্যয় আওয়ামী লীগ বহন করবে বলে জানান।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলণ চলাকালীন সময়ে দুষ্কৃতকারীদের হামলায় আহত হন আকিব। এরপর থেকে তার বন্ধুরা তাকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিচ্ছে।

উল্লেখ্য, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়েল ছাত্র আশরাফুল ইসলাম আকিবের আহত হয়ে চিকিৎসা নেয়ার খবরটি স্যোশাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন প্রধানমন্ত্রী।

স্যোশাল মিডিয়ায় বলা হয় আকিবের বন্ধুরা তার চিকিত্সার খরচ সবাই মিলে চাঁদা তুলে বহন করছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো খোঁজ নিচ্ছে না। বিয়টি প্রধানমন্ত্রী জানার পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সেখানে পাঠান।

 

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর