ফখরুদ্দিন বিরিয়ানিকে ৫০ হাজার টাকা জরিমানা


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১৭, ২০১৮, ০৬:৫৯ পিএম
ফখরুদ্দিন বিরিয়ানিকে ৫০ হাজার টাকা জরিমানা

ঢাকা : দইয়ের ওজনে কম দেয়া ও বোরহানি উৎপাদনের তারিখ নিয়ে লুকোচুরি করায় রাজধানীর গুলশান-২ এর ফখরুদ্দিন বিরিয়ানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার অভিযান চালিয়ে এই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকাবিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।

এ সময় সার্বিক সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১ ও ১১) সদস্যরা।

অভিযানে ফখরুদ্দিন বিরিয়ানিকে দুটি অভিযোগে জরিমানা করা হয়। এর মধ্যে একটি ওজনে কারচুপি। প্রতিষ্ঠানটি ৭৮০ গ্রাম দইকে এক কেজি বলে বিক্রি করে ক্রেতাদের ঠকাচ্ছে। এ ছাড়া তাদের নিজস্ব উৎপাদিত বোরহানির উৎপাদন তারিখ দিয়েছে ১৮ জুলাই। কিন্তু আজকের তারিখ হচ্ছে ১৭ জুলাই। অর্থাৎ আজকে বিক্রি করছে অথচ উৎপাদন তারিখ দেয়া আগামীকালের। এটি ভোক্তার সঙ্গে প্রতারণা। এসব অভিযোগে ফখরুদ্দিন বিরিয়ানিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর