শ্রাবণের এমন দিনে…


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৬, ২০১৮, ০৯:৪৪ এএম
শ্রাবণের এমন দিনে…

মন মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিন দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সংগীতে রিম ঝিম রিম ঝিম। বর্ষায় সবুজ হয়ে ওঠে ধরিত্রী। বৈশাখ গেল জ্যৈষ্ঠ গেল, গেল আষাঢ়, এলো শ্রাবণ।

আজ শ্রাবণের প্রথমদিন। মাসের প্রথম দিনেই ঝিরিঝিরি বৃষ্টি জানান দিচ্ছে দিনটা আজ খুব স্নিগ্ধ, প্রশান্তির হবে। আকাশ জোড়া মেঘ আর দামাল বাতাসে ঘর থেকে বের হলেই মনটা ভরে যাবে আর চারদিকে তো আছেই সবুজ প্রাণের গন্ধ।

আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে আকাশে আজ ৯৫ শতাংশের উপর মেঘ আছে। এরকমই থাকবে সারাটাদিন। সঙ্গে বাতাসের আর্দ্রতাও ৮০ শতাংশের মতো থাকবে। বাতাসের বেগ তো ২৪ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত চলে যাবে। এদের সবার প্রভাবে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। শুধু বৃষ্টি যদি খুব না ভোগায় মোটের উপর দিনটা বেশ আরামদায়ক।

গো নিউজ২৪/এমআর

 

 

জাতীয় বিভাগের আরো খবর