আশা করি বিএনপি নির্বাচনে আসবে : সিইসি


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১২, ২০১৮, ১২:৪৭ পিএম
আশা করি বিএনপি নির্বাচনে আসবে : সিইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ৩ সিটি (রাজশাহী, সিলেট ও বরিশাল) নির্বাচন সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে তিন সিটি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এ কথা বলেন সিইসি।

জবাবে তিনি বলেন, দুই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়ার দিকে অনুপ্রবেশ করবো। সুতরাং সেই প্রস্তুতির পূর্বকালে এই তিন সিটি নির্বাচন আমাদের নির্বাচন কমিশন, মাঠপর্যায়ে যারা এই নির্বাচন পরিচালনা করবেন এবং এই নির্বাচনে সহায়তাকারী সকল কর্মকর্তাসহ সকলের জন্য  অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় তাকে প্রশ্ন রাখা হয় আগামী জাতীয় নির্বাচন নিয়ে।  

খালেদা জিয়া কারাগারে, এই অবস্থায় বিএনপি ভোটে আসবে কি না- এমন প্রশ্ন ছিল নুরুল হুদার কাছে।

জবাব আসে, আমি আশা করি বিএনপি নির্বাচনে আসবে। আর তিনি (খালেদা জিয়া) যে কারাগারে, এ বিষয়ে আমাদের নির্বাচন কমিশনের কিছু করার নেই।

বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম উপস্থিত ছিলেন।

এছাড়াও পুলিশ ও র‌্যাবের মহাপরিদর্শক, তিন বিভাগীয় কমিশনার, রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

গো নিউজ২৪/এমআর/আই

জাতীয় বিভাগের আরো খবর