কমলাপুর রেলওয়ে থানার টয়লেটে ভারতীয় নারীর সন্তান প্রসব


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুন ১৯, ২০১৮, ১০:০৮ পিএম
কমলাপুর রেলওয়ে থানার টয়লেটে ভারতীয় নারীর সন্তান প্রসব

ঢাকা : সোমবার (১৮ জুন) রাতে রোকসানা আক্তার (৩০) নামের এক ভারতীয় নারী কমলাপুর রেলওয়ে থানার টয়লেটে একটি ছেলে সন্তানের জন্ম দেন। এরপর প্রথমে তাকে মুগদা হাসপাতাল এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

জানা গেছে, আব্দুল নামের এক বাংলাদেশি যুবক ভারতে আসবাব পত্রের ব্যবসা করতেন। সেখানে তার সঙ্গে রোকসানার প্রেম এবং পরে তাদের বিয়ে হয়। কিছু দিনের মধ্যে রোকসানা সন্তান সম্ভবা হয়ে পড়েন।

গত রোজার কিছু দিন আগে আব্দুল তাকে নারায়ণগঞ্জে বোনের বাড়িতে নিয়ে আসেন। সেখানে প্রায় এক মাস থাকার পর রোকসানাকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে আসার কথা বলে আব্দুল তার পাসপোর্ট নিয়ে পালিয়ে যান।

এরপর নারায়ণগঞ্জ থেকে একটি লোকাল ট্রেনে রোকসানা সোমবার রাত ১১টার পর কমলাপুরে আসেন।

রেলওয়ে থানার কনস্টেবল মো.ফজলু মিয়া জানান, ট্রেন থেকে সবাই নেমে গেলেও রোকসানা নামতে না পারায় টিকেট চেকার তাকে কমলাপুর রেলওয়ে থানায় নিয়ে আসেন। পরে থানার টয়লেটে তিনি সন্তান প্রসব করেন।

বর্তমানে মা এবং তার শিশু সন্তানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তারা সুস্থ আছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

রোকসানা পুরোপুরি সুস্থ হওয়ার পর ভারতে তার ঠিকানা জানার চেষ্টা করা হবে বলে জানান রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক।

 

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর