আইএমও’র ‘বি’ ক্যাটাগরিতে নির্বাচিত বাংলাদেশ


প্রকাশিত: নভেম্বর ২৯, ২০১৫, ০৮:১২ এএম
আইএমও’র ‘বি’ ক্যাটাগরিতে নির্বাচিত বাংলাদেশ

ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) গুরুত্বপূর্ণ ‘বি’ ক্যাটাগরির কাউন্সিল সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

শনিবার আইএমও’র ২৮তম এক্সট্রা অর্ডিনারি কাউন্সিল সেশন ও ২৯তম অ্যাসেম্বলি সেশনে যোগদান শেষে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান দেশে ফিরে এ কথা জানান।

আইএমও’র প্রধান কার্যালয় লন্ডনে ২৩ নভেম্বর থেকে মূল অধিবেশন শুরু হয়। এক্সট্রা অর্ডিনারি কাউন্সিল ও অ্যাসেম্বলি সেশন ছাড়াও ১১৫ তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ ১৯৭৬ সালে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা আইএমও’র সদস্য পদ লাভ করে। ২০০৩ সাল থেকে বাংলাদেশ আইএমও কাউন্সিলে ‘বি’ ক্যাটাগরির সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছে।

এর আগে মন্ত্রী লন্ডনে বাংলাদেশ আওয়ামী লীগ লন্ডন শাখার নেতাদের সঙ্গে বৈঠক করেন। ২১ নভেম্বর মন্ত্রী লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

জাআ

 

জাতীয় বিভাগের আরো খবর