মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না


নিজেস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২৫, ২০১৮, ০৪:২৩ পিএম
মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মাদকের ব্যাপারে রাঘববোয়াল-চুনোপুটি কাউকে ছাড় দেয়া হবে না। দেশে সুনামির মতো মাদক ছড়িয়ে পড়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ঐক্যবদ্ধ প্রতিরোধ ও সামাজিক আন্দোলন গড়ে তোলে মাদক নির্মূল করতে হবে।

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রুপগঞ্জের ভুলতা ফ্লাইওভার কাজের পরিদর্শন ও ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কে যানজট নিরসনকল্পে করণীয় নির্ধারণ সভায় তিনি এসব কথা বলেন।

গত ৪ মে থেকে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের মধ্যে গত ছয় দিনে দেশের বিভিন্ন জেলায় বন্দুকযুদ্ধে এ পর্যন্ত অন্তত ৫৯ জন সন্দেহভাজন মাদক বিক্রেতার মৃত্যুর খবর এসেছে। এছাড়া ছয় মাদক বিক্রেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে কক্সবাজারে আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিষয়টি আলোচনায় আসে। বদি ও তার স্বজনরা ইয়াবা পাচারে জড়িত বলে গণমাধ্যমে খবর প্রচারিত হলেও তাদের কেউ আটক না হওয়ায় সমালোচনা শুরু হয়। এমন সমালোচনার মধ্যে শুক্রবার সকালে কক্সবাজারের মেরিনড্রাইভ সড়ক থেকে সংসদ সদস্য আবদুর রহমান বদির এক স্বজনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ, যিনি মাদকের কারবারে জড়িত বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী।

রূপগঞ্জে আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, দেশে সুনামির মতো মাদক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ঐক্যবদ্ধ প্রতিরোধ ও সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদক নির্মূল করতে হবে। মাদক কারবারিরা যে দলেরই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।

এ সময় তিস্তা চুক্তি ও রোহিঙ্গা বিষয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, তিস্তা চুক্তি ও রোহিঙ্গা বিষয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলেছি। সেখানে খালেদা জিয়ার বিরুদ্ধে একটি কথাও বলিনি। এখন ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে, এতে সমস্যাগুলো সমাধান হবে বলে আমি আশা করছি।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর