রমজানে ৬ ঘন্টা বন্ধ থকবে সিএনজি স্টেশন


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মে ২৫, ২০১৮, ০৮:৪৫ এএম
রমজানে ৬ ঘন্টা বন্ধ থকবে সিএনজি স্টেশন

ঢাকা: বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির লক্ষে পবিত্র রমজান মাসে সারাদেশের সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বিকেল থেকে ৬ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন পেট্রোবাংলা।

বৃহস্পতিবার (২৪ মে) সিএনজি স্টেশন বন্ধ রাখা সংক্রান্ত সংশোধিত বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে পবিত্র রমজান মাসে সাময়িকভাবে সারাদেশে সব সিএনজি স্টেশন প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখার পুনঃসিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে সিএনজি স্টেশনসমূহকে উল্লিখিত সময়সূচি অনুযায়ী বন্ধ রাখার জন্য অনুরোধ করেছে পেট্রোবাংলা।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে কোম্পানিসমূহের ভিজিল্যান্স টিম মনিটরিং করবে এবং সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর